Published : 07 Jul 2025, 04:07 PM
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার জানাজা সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
এদিন বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে ঢাকার গুলশান সোসাইটি জামে মসজিদে।
গুলশান সোসাইটি জানিয়েছে, জানাজা শেষে শামসুল হুদাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি গুলশান সোসাইটির তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
এর আগে বিকাল ৫টায় গুলশান সোসাইটি লেইক পার্কে এ টি এম শামসুল হুদার প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে।
নবম সংসদ নির্বাচনে নেতৃত্ব দেওয়া এ টি এম শামসুল হুদা গত শনিবার সকালে গুলশানের বাসভবনে মারা যান।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি সিইসির দায়িত্ব নিয়েছিলেন সাবেক আমলা এ টি এম শামসুল হুদা। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। কমিশনার হিসেবে তার সঙ্গী হন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
ভোটের আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন হয় ওই কমিশনের সময়েই। সংলাপ করে নির্বাচনী আইন সংস্কার করা হয়। চালু হয় রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম ও ইভিএম।
দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন করে শামসুল হুদার কমিশন।