Published : 10 Jul 2025, 11:34 PM
ঢাকার যাত্রাবাড়ীতে ঘরে আগুন লেগে দগ্ধ এক পরিবারের তিনজনের মধ্যে স্বামী ও স্ত্রী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সাড়ে তিন বছরের মেয়ে রাফিয়া।
ওই দম্পতির নাম রিপন (৪০) ও তার স্ত্রী ইতি (৩০)।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ইতি মারা যান। আর বিকাল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় রিপনের।
“আগুনে তাদের সবারই শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বার্নের মাত্রাও বেশি। এ কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের মেয়ের অবস্থাও ভালো না। তার শরীরে পোড়ার মাত্রা সবচেয়ে বেশি।”
বুধবার রাত ১টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের একটি বাড়িতে আগুনে তিনজন দগ্ধ হন। কীভাবে আগুন লাগল, সেটি এখনও নিশ্চিত নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সিলিন্ডারের লিকেজ থেকে সেখানে গ্যাস জমেছিল বলে তারা জানতে পেরেছেন। আর পুলিশ বলছে, খোলা ম্যানহোল থেকে গ্যাস জমার সম্ভাবনার কথা।
যাত্রাবাড়ী থানার এএসআই আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় তলা ভবনের নিচ তলার বাসায় রাতে মশার কয়েল ধরানোর সময় ‘জমে থাকা গ্যাসে’ আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওই বাসায় বাথরুম ম্যানহোলের মুখ ছিল, সেখান থেকে গ্যাস হয়ে জমে থাকতে পারে বলে পরিবারের লোকজনের পক্ষ থেকে জানানো হয়েছে।"
বাসাটিতে তিনজনই থাকতেন। রিপনের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।