Published : 17 Feb 2025, 11:37 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তাতে নিজের যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত চলতি সপ্তাহেই পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারের বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছেন অনেক আগেই।
"আমি আমার জায়গা থেকে বলেছি, সেই দলে আমার যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা হলে সরকার থেকে পদত্যাগ করব। আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি; সম্ভাবনা আছে। হয়ত এ সপ্তাহের শেষে আপনাদের সবাইকে জানাতে পারব।"
এর আগে ডিসি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনায় যোগ দেন নাহিদ ইসলাম।
সেখানে ডিসিদের উদ্দেশে দেওয়া নির্দেশনার বিষয়ে তিনি বলেন, "মাঠপর্যায়ে আমার মন্ত্রণালয় সম্পর্কিত যেসব সমস্যার মুখে ডিসিরা পড়ছেন, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তারা নানা প্রশ্ন করেছেন এবং পরামর্শও দিয়েছেন।
"দেশের বিভিন্ন প্রেস ক্লাবে যে ধরনের বিভাজন বা বিভক্তি তৈরি হয়েছে, সেসব নিয়ে ডিসিরা সমস্যায় পড়ছেন। ঢাকার যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, যে গণমাধ্যম সংস্কার কমিশন রয়েছে, সেখানে আলোচনা করে এটা সুরাহার চেষ্টা করব।"
নাহিদ বলেন, "ডিসিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন। এসব বিষয়ে আমরা যেসব উদ্যোগ নিচ্ছি, সেগুলো তাদের জানিয়েছি।”
আরও পড়ুন-
অভ্যুত্থানের 'নায়কদের' সামনে রেখে হচ্ছে নতুন দলের আহ্বায়ক কমিটি