Published : 01 Oct 2024, 04:52 PM
হাই কোর্টের ২৮ জন বিচারপতিকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘দলকানা’ আখ্যা দিয়ে ২০ অক্টোবরের মধ্যে তাদের অপসারণের দাবি জানিয়েছেন একদল আইনজীবী।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। সেই ২৮ বিচারকের তালিকা তারা প্রধান বিচারপতির কাছে জমা দিলেও তাদের নাম এখনই প্রকাশ করতে চান না।
আন্দোলনে নামা আইনজীবীদের প্রতিনিধি সৈয়দ মামুন মাহবুব মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তালিকাটা প্রধান বিচারপতি মহোদয়কে দিয়েছি। তিনি এখন বরিশাল আছেন। সেখান থেকে ফিরলে আমরা দেখব ১০ তারিখের মধ্যে ব্যবস্থার উদ্যোগ নিচ্ছেন কিনা। তা নাহলে আমরা এই ২৮ বিচারপতির নাম প্রকাশ করব। এখন পাবলিক করব না।”
সোমবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা বলেন, যে ২৮ বিচারকের অপসারণ তারা চাইছেন, তারা আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পেয়েছেন। তারা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ছিলেন, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিভিন্ন ‘অনিয়মে সহযোগিতা’ করেছেন। তাদের সুপ্রিম কোর্টে রেখে নতুন বাংলাদেশে বিচারবিভাগ সংস্কার ‘সম্ভব নয়’।
সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত ওই সমাবেশে আইনজীবী মহসীন রশিদ, অ্যাডকেট সৈয়দ মামুন মাহবুব, রফিকুল ইসলাম তালুকদার রাজা, মো. জয়নাল আবেদীন, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, এম আশরাফুল ইসলাম আশরাফ, জুলফিকার আলী জুনু উপস্থিত ছিলেন।
সমাবেশে সৈয়দ মামুন মাহবুব বলেন, “২৮ জন বিচারপতির নাম জমা দিয়ে এসেছি। তাদের শপথ ভঙ্গের ঘটনা, অবিচারের ঘটনা, দুর্নীতির ঘটনা আছে। আমরা আস্থা রাখতে চাই, মাননীয় প্রধান বিচারপতি ২০ অক্টোবরের আগেই এর একটি সুরাহা করবেন।”
আইনজীবী মুহসীন রশিদ বলেন, “ফাইল রেডি। কথাবার্তা হচ্ছে। ১০ জনের ব্যাপারে অলরেডি হয়ে যাবে ২০ তারিখের আগে। তারপর বাকিগুলোর জন্য অব্যাহত থাকবে।”