Published : 21 Oct 2024, 02:03 AM
রাজধানীর বনানী থেকে এবার গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
রোববার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।
ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসহ সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের গ্রেপ্তারের মধ্যে সবশেষ সাবেক এই মন্ত্রীর গ্রেপ্তারের খবর এল।
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা বলেনি গোয়েন্দা পুলিশ।
সিলেট থেকে নির্বাচিত ছয়বারের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পল্টন থানায় গত ৩ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে।
এ মামলায় তার সঙ্গে সাবেক সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী ও বেনজীর আহমেদসহ ১০৩ জনকে আসামি করা হয়েছে।
পেশায় চা ব্যবসায়ী ও পরামর্শক ইমরান সিলেট-৪ আসনে ২০০৮ সাল থেকে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে টানা নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে আরও দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।
একাদশ সংসদে জয়ী হওয়ার পর ২০১৯ সালে প্রথমে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও পরে মন্ত্রী হন। তবে শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় জায়গা পাননি।