Published : 02 Jul 2025, 04:02 PM
শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং তার দেবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের গাজীপুর সদরের জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এসব জমি ও ভবনের দাম দেখানো হয়েছে ১৫ কোটি টাকা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম জমিসহ বাড়ি জব্দের আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
দুদক অনুসন্ধানে জেনেছে, তারা স্থাবর সম্পদসমূহ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
তারিক আহমেদ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন। এর আগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ২৪ বিঘা জমিসহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট জব্দের আদেশ দেয় আদালত।
এছাড়া গত ২৮ জানুয়ারি তারিক আহমেদ সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।