Published : 12 May 2025, 05:39 PM
কোরবানির ঈদে ১০ দিনের ছুটি দিতে আগামী ১৭ ও ২৪ মে শনিবার সব অধস্তন আদালত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এ দুদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে চলবে কেবল দাপ্তরিক কাজ।
সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এবারের কোরবানির ঈদ ঘিরে সব মিলিয়ে টানা ১০ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সেই ক্ষতি পুষিয়ে নিতে ছুটির আগে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে আদালত অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এই দুইদিন উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ওই দিনটির আগে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।
এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।
ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।
এবার রোজার ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল। কোরবানির ঈদের ছুটি তাকেও ছাড়িয়েছে।