Published : 04 Jul 2024, 11:47 AM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক সাংবাদিক, ইউটিউবার কনক সরওয়ার ও আইনজীবীবী মহসীন রশিদকে তলব করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ নির্দেশনাসহ এ আদেশ দেয়।
নির্দেশনায় আগামী ২১ জুলাই তাদের সশরীরে আপিল বিভাগে হাজির হয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে; এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ বাংলাদেশের কোনো আদালতে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না।
এছাড়া ইউটিউব থেকে এই টকশোর ভিডিও অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
অবমাননার অভিযোগের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাপস কান্তি বল।
তাপস বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীকে যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মানহানিকর মামলা করার সুযোগ দিয়ে সম্প্রতি রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট।
“এই রায় নিয়ে গত ২১ জুন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব চ্যানেলের একটি টকশোতে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ বাংলাদেশের আদালত ও বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।”
বিষয়টি নিয়ে গত ২৬ জুন সাংবাদিক কনক সরওয়ার ও মহসীন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়।
আপিল বিভাগের চেম্বার আদালতে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী এ আবেদন করেন। চেম্বার আদালতের নির্ধারিত দিনে বৃহস্পদিবার এই শুনানি হয়।
শুনানির সময় অ্যডভোকেট তাপস কান্তি বল ওই ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোর অংশ বিশেষ আদালতে উপস্থাপন করেন। এ সময় আপিল বিভাগে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকসহ সবাই এই টকশো শোনেন।
মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পান চৌধুরী মুঈনুদ্দীন। পরবর্তী সময়ে ২০১৯ সালে মুঈনুদ্দীনের ফৌজদারি অপরাধের বিবরণসহ একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওই সময়ের ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সেই প্রতিবেদন টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে শেয়ার করেন। এরপর নিজেকে ‘নির্দোষ’ দাবি করে ‘যুদ্ধাপরাধী’ বলায় ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে হাই কোর্টে মানহানির মামলার আবেদন করেন মুঈনুদ্দীন।
আদালতে তা খারিজ হলে ব্রিটিশ সুপ্রিম কোর্টে ফের মামলা করার আবেদন করেন এবং এরপর গত ২০ জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট মুঈনুদ্দীনকে মামলা করার সুযোগ দিয়ে রায় দেন। এই রায়ের অনুলিপি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এরপরই এ রায়ের আলোকে মহসীন রশিদ সাংবাদিক কনক সরওয়ারের সঙ্গে এই টকশোতে আসেন।
আরও পড়ুন:
যুক্তরাজ্যের আদালতে প্রশ্নবিদ্ধ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং ইতিহাসের ভবিষ্যৎ
যুক্তরাজ্যে যুদ্ধাপরাধী মুঈনুদ্দীনের মামলা: সরকারকে সঠিক পদক্ষেপ
যুক্তরাজ্যে মুঈনুদ্দীনের মামলা চালানোর সুযোগের নিন্দায় আইসিএসএফ