Published : 17 Apr 2023, 03:25 PM
জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের ইমাম আলেম, উলামা এবং খতিবদের ‘দায়িত্বশীল ভূমিকায় দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ”দেশের মানুষ আলেম, উলামা, খতিব এবং ইমামদের শ্রদ্ধা করে। তাই আপনাদের কথাবার্তা বা আলাপ-আলোচনা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।
“আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, জঙ্গিবাদ, মিথ্যা গুজবের অপপ্রচার, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন, জনগণ তা গ্রহণ করবে।”
বাসস জানিয়েছে, বিশেষ করে শুক্রবার জুমার নামাজের আগে খুৎবায় এসব বিষয়গুলো আলোচনা করার তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।
সোমবার দেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের চতুর্থ ধাপে আরও ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করে তিনি এসব কথা বলেছেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় এসব মডেল মসজিদের উদ্বোধন করেন সরকারপ্রধান।
সরকার নয় হাজার ৪৩৫ কোটি টাকায় যে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ হাতে নিয়েছে, তার মধ্যে চার দফায় ২০০টির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ে মডেল মসজিদ প্রথম উদ্বোধন করা হয় ২০২১ সালে। এরপর চলতি বছরে দুদফায় এসব ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হয়েছে।
আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন প্রধানমন্ত্রীর
জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা রোধেও ভূমিকা রাখবে মডেল মসজিদ, আশা প্রধানমন্ত্রীর