Published : 18 May 2025, 03:26 PM
ঢাকার উত্তরায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন পুলিশ সদস্য।
বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির এসআই মোহাম্মদ আলী এ তথ্য দিয়ে বলেছেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত কে এম মনসুর আলী (৪০) দক্ষিণ খান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির এসআই মোহাম্মদ আলী বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড ও আজমপুরের মধ্যবর্তী স্থানে ঢাকামুখী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান মনসুর। কুয়েত মৈত্রী হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেখান থেকে মনসুরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির দক্ষিণখান জোনের সহকারী কমিশনার নাসিম এ গুলশান বলেন, “হজ ক্যাম্পে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে রেললাইনের পাশে একটি গ্যারেজে মোটরসাইকেল ঠিক করতে দিয়ে ফোনে কথা বলতে বলতে এগিয়ে যান। এরপরেই তিনি অজ্ঞতসারে ট্রেন দুর্ঘটনার শিকার হন।”
পুরো ঘটনা ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরার ভিডিওতে ধরা পড়েছে, বলেন তিনি।
মিরপুরের পল্লবী এলাকার বাইগারটেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি।
তার চাচাতো ভাই সাকিবুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের বলেন, “সিসি ক্যামেরার ভিডিও দেখে মনে হয়েছে কেউ তাকে ফোন করে ডেকেছিল এবং তিনি মোটরসাইকেল রেখে হাঁটা শুরু করেন।”
এসআই মনসুরের বাড়ির পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার ভাটি কয়া গ্রামে। তার বাবার নাম মনোয়ার আলী।