Published : 04 Jul 2023, 11:04 PM
হজে গিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা হল বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।
সৌদি বাদশার আমন্ত্রণে এবার সপরিবারে হজ পালনে গিয়েছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভিও গিয়েছিলেন হজ পালনে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি মঙ্গলবার এক টুইটে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা জানান।
সাক্ষাৎ পর্বের দুটি ছবি দিয়ে তিনি লিখেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে মক্কা, মিনা ও মদিনায় ভালো আলোচনা হয়েছে।
মক্কা, মিনা ও মদিনায় বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিনের সঙ্গে ভালো বৈঠক। রওজা-ই-রাসূলের নিচে। সাদা রঙে আমার ছোটবেলার বন্ধু জনাব সালমান রহমান, বর্তমানে সংসদ সদস্য, বিডিতে মন্ত্রী ও উপদেষ্টা। আমরা 60 বছর পর দেখা করেছি। আল্লাহর আশীর্বাদ আমাদের সম্পর্কের জন্য বিস্ময়কর কাজ… pic.twitter.com/vcBFD1lpZu
— Dr. Arif Alvi (@ArifAlvi) July 4, 2023
সেই সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমানের সঙ্গে দেখা হওয়ার কথাও জানান পাকিস্তানের রাষ্ট্রপ্রধান।
তিনি লিখেছেন, ৬০ বছর পর সালমান রহমানের দেখা পেলেন তিনি।
সালমান এফ রহমানও মসজিদে নববীতে এই সাক্ষাতের একটি ছবি টুইটারে দিয়েছেন। তিনি লিখেছেন, ১২ বছর বয়সে আরিফ আলভির সঙ্গে তার সর্বশেষ দেখা হয়েছিল। এই সাক্ষাৎ তার বাল্যকালের অনেক স্মৃতি ফিরিয়ে এনেছে।
আলোচনায় পাকিস্তানের প্রেসিডেন্টকে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বানও রাখেন বলে জানিয়েছেন সালমান রহমান।
“আমি তাকে বলেছি, সম্পর্কের উন্নয়ন চাইলে একাত্তরের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন।”
Pleasure meeting @ArifAlvi President of Pakistan in Masjid Nabawi. I was 12 years old when we last met. Brought back lots of fond childhood memories. I said to him we need an apology for 1971 in order to improve relations. We prayed for the welfare of the Ummah in the holy site. pic.twitter.com/VTSVw1v87m
— Salman F Rahman (@SalmanFRahmanMP) July 3, 2023
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হজ পালনে গত ২৩ জুন সপরিবারে সৌদি আরব গিয়েছিলেন। হজের আনুষ্ঠানিকতা সেরে গত ৩০ জুন মক্কা থেকে মদিনায় পৌঁছান তিনি।
সেখানে তিনি মসজিদে নববীতে যান এবং মহানবী হজরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন। পাশের রিয়াজুল জান্নাতে তিনি নামাজও পড়েন। রোববার তিনি দেশে ফেরেন।