Published : 09 Jun 2024, 01:19 AM
ঢাকার যাত্রাবাড়ীতে বিবির বাগিচায় প্রাইভেট কারের ধাক্কায় চল্লিশোর্ধ্ব এক নারী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিবির বাগিচার ৪ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান।
লিপি আক্তার (৪১) নামে ওই নারীর সঙ্গে থাকা তার তিন বছর বয়সি মেয়ে কোল থেকে পড়ে আহত হয়।
যে প্রাইভেট কারের ধাক্কায় ওই নারী নিহত হন, সেটির মালিক ব্যবসায়ী সবুজ মিয়া সে সময় চালকের আসনে ছিলেন। তিনিই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সবুজ মিয়া বলেন, চালক না থাকায় তিনি নিজেই গাড়ি নিয়ে বের হন। তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে মা ও মেয়ে। এতে তারা দুজনই আহত হন।
“তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে লিপি আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করে।”
সবুজ বলেন, নিহতের পরিবারের সঙ্গে তিনি হাসপাতালে আছেন, তবে রাত ১১টা পর্যন্ত পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেনি।
লিপি আক্তারের মামাতো বোন রেখা আক্তার বলেন, লিপির কিছুটা মানসিক সমস্যা ছিল। তার স্বামী বাসের চালক, যে তার স্ত্রী ও সন্তানের ঠিকমত খেয়াল রাখত না। স্বামীর বাসার পাশেই ওর মা রহিমা বেগমের বাসায় থাকতেন ওরা। মাঝে মাঝে স্বামী এসে আবার চলে যেত।
তিনি বলেন, লিপির মা একজন গৃহকর্মী। তার আয় দিয়ে মেয়ে এবং নাতনি চলত।
যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান বলেন, ঘটনা জানার পর পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লিপি আক্তারের মরদেহ মর্গে রাখা হয়েছে।