Published : 10 May 2025, 11:49 PM
সংঘাত আর না বাড়িয়ে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসা করেছেন বাংলাদেশের সরকার প্রধান মুহাম্মদ ইউনূস।
শনিবার এক বার্তায় তাদের প্রশংসার পাশাপাশি যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবসময় দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য দূর করতে কূটনৈতিক উপায়ে সহযোগিতা অব্যাহত রাখবে।
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধাবস্থা তৈরি হয় প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যে। একে অপরের মাটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চারদিনের মাথায় শনিবার বিকাল ৫টা থেকে দেশ দুটি যুদ্ধবিরতিতে গেছে। এর মধ্য দিয়ে দেশ দুটির গত কয়েক দশকের সবচেয়ে বড় সংঘাতের ‘আপাতত’ ইতি ঘটল।
যুদ্ধবিরতির খবর সবার আগে আসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ সময় ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে।”
ট্রাম্পের পর অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।