Published : 02 Jun 2025, 09:35 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্থবছরে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে নির্বাচন কমিশন।
সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার আভাস রয়েছে।
নির্বাচন কমিশনের জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ৯৫৬ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২২৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় বলেন, “গত দেড় দশকে দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
“সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি এবং বাস্তবায়নের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। ইতোমধ্যে সবগুলো কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।”
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে।
“তাই আমরা নির্বাচনি ব্যবস্থার সংস্কারের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশ সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি।”
২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের সাধারণ ও উপ নির্বাচনের কথা রয়েছে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ থেকে এনআইডি সেবা, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনসহ নানা কাজ রয়েছে ইসির।
ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সোমবার বলেন, “ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, যখন যা প্রয়োজন সরকার দেবে। এখানে কত বরাদ্দ দিল- সেটা কোনো ব্যাপার না। আমাদের লাগলে সরকারের কাছে চাইব, সরকার দেবে।”
গত ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ইসির জন্য পরিচালনা খাতে ৭৯৩ কোটি টাকা ও উন্নয়ন খাতে ৪৩৭ কোটি টাকা বরাদ্দ ছিল।
প্রয়োজনীয় নির্বাচন সামগ্রীর ব্যয়, সরঞ্জামের খরচ ও পারিশ্রমিক বেড়ে যাওয়ায় প্রতিবারই নির্বাচনি ব্যয় বাড়ছে। পুরো নির্বাচন পরিচালনার ব্যয়ের একটি বড় অংশ চলে যায় আইনশৃঙ্খলা খাতে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ২০২৩-২০২৪ অর্থবছরে বরাদ্দ চিল ২,৪০৬ কোটি টাকা।
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে।
আরও পড়ুন