Published : 27 Jun 2024, 11:05 PM
যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সি-১৩০জে উড়োজাহাজের সবশেষটিও যুক্ত হল বাংলাদেশ বিমানবাহিনীতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে আসা উড়োজাহাজটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করার তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
আইএসপিআর জানায়, এর আগে চারটি সি-১৩০জে উড়োজাহাজ বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হয়। যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে সরাসরি ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের রক্ষণাবেক্ষণ চুক্তিতে এগুলো আনা হয়।
সি-১৩০জে মডেলের পঞ্চম উড়োজাহাজটি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আনার মিশনে ছিলেন বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ। যাত্রাপথে উড়োজাহাজটি তুরস্কের আনতালিয়া ও ওমানের মাসকাটে যাত্রাবিরতি করে।
সি-১৩০জে উড়োজাহাজ মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশে-বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহার করা হবে।
আইএসপিআর বলেছে, উড়োজাহাজটিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অভ্যর্থনা জানানো হয়।
এসময় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।