Published : 29 Jun 2025, 02:35 PM
সড়কে সতীর্থের মৃত্যুকে হত্যাকাণ্ড বর্ণনা করে বিচার দাবিতে ঢাকার সায়েন্স ল্যাব মোড় সোয়া ঘণ্টা অবরোধ করেছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১টা থেকে শুরু হওয়া অবরোধে মিরপুর রোড ও আশেপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে দুপুর সোয়া ২টায় তারা সড়ক ছেড়ে দেয়।
অবরোধ তোলা হলেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এইচএসসি পরীক্ষা শেষে ঘরমুখী শিক্ষার্থী ও অভিভাবকরা বেশ বিড়ম্বনায় পড়ে। আবার কেউ কেউ পরীক্ষা শেষে আন্দোলনে যোগ দেন।
আইডিয়াল কলেজের শিক্ষার্থী আল আমিন বলেন, মাসখানেক আগে বাংলামোটর এলাকার সড়কে মারা যায় আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আরশাদ আহমেদ আদিল নামের এক শিক্ষার্থী।
“পরবর্তীতে জানতে পারি- ওটি সড়ক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু পুলিশ সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।”
পুলিশের কাছে ভিডিও ফুটেজ চেয়েও পাওয়া যায়নি অভিযোগ করে আলামিন বলেন, “পুলিশের কারণে আসামির কয়েক দিন পর জামিন হয়ে যায়।
“গাফিলতির জন্য আমরা সংশ্লিষ্ট পুলিশের বিচার এবং আসামিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
শিক্ষার্থীদের আন্দোলনে শরিক হন নিহত আদিলের মা শারমীন জাহান।
চকবাজার এলাকার এই বাসিন্দা বলেন, গত ২৩ মে রাত ১টার দিকে আদিল তার বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ৩০০ ফিট সড়কে ঘুরতে যায়। পরে রাত ৩টার দিকে যে যার মতো বাসার উদ্দেশ্যে রওনা দেয়।
শারমীনের ভাষ্য, এরপর বাংলামোটরে ইব্রাহীম খলিল নামের এক ট্রাক ড্রাইভারের সঙ্গে আদিলের কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম তার ট্রাক দিয়ে আদিলের বাইকে ধাক্কা দেয়। আদিল পড়ে গেলে তার উপর দিয়ে ট্রাক চালিয়ে দেয় ইব্রাহিম। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে পুলিশ গ্রেপ্তার করলেও কয়েক দিনের মধ্যে জামিনে বেরিয়ে যায়।