Published : 24 Jun 2025, 07:25 PM
গত তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার এজহারে ২০১৮ সালের সাবেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নাম ‘টাইপিং মিসটেকের’ কারণে বাদ পড়েছে বলে জানিয়েছেন মামলার বাদী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।
দলটির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির এ সমন্বয়ক মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সময় দায়িত্ব পালন করা সিইসি ও অন্য কমিশনারদের আসামি করা হয়েছে।
“তবে ২০২৪ সালে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নাম টাইপিং মিসটেকের কারণে মামলার আবেদনে লেখা হয়নি। আমরা তার নাম যোগ করে দ্রুতই সংশ্লিষ্ট থানায় আবেদন পৌঁছে দেব। তার নাম বাদ পড়ার অন্য কোনো কারণ নেই।”
শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনো এরকম কোনো আবেদন পাইনি। পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান রোববার বিএনপির পক্ষে এ মামলা দায়ের করেন। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে এ মামলার আসামির তালিকায়।
মামলা হওয়ার কয়েক ঘণ্টার মাথায় কথিত জনতা উত্তরার বাসা থেকে সাবেক সিইসি নূরুল হুদাকে আটক করে অপদস্ত করে এবং পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। রোববার রাতে মিন্টো রোডে ডিবি অফিসে রেখে সোমবার তাকে শেরেবাংলা নগর থানার মামলায় আদালতে তোলা হয়।
ওই মামলায় নূরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুরনো খবর
নির্বাচন 'বিতর্কিত' হলেও কমিশন দায়ী হতে পারে না: আদালতে নূরুল হুদা