Published : 05 Oct 2023, 11:10 PM
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলার অভিযোগপত্রভুক্ত ১ নম্বর আসামি ইশতিয়াক মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইশতিয়াক এই মামলার বাদী নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক।
বুধবার মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে ইশতিয়াকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ঢাকার একটি আদালত। এরপর ওই রাতেই মোহাম্মদপুরের খিলজী রোডে ইশতিয়াকের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানিয়েছেন।
২০১৮ সালে ৪ অগাস্ট রাতে মোহাম্মদপুরের ইকবাল রোড বদিউল আলম মজুমদারের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন বার্নিকাট। ওই ভোজে গণফোরামের সভাপতি কামাল হোসেনসহ আরও কয়েকজন ছিলেন।
সেখানে ‘সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে’ খবর চাউর হওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় একদল নেতা-কর্মী বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। তারা বার্নিকাটের গাড়ি ধাওয়া করলে রাষ্ট্রদূত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপর ১০ অগাস্ট বদিউল আলম মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন, সেখানে তার স্ত্রী ও ছেলে মাহবুব মজুমদারকে জীবননাশের হুমকি পেয়েছিলেন বলেও উল্লেখ করেন। হামলাকারীরা সেদিন মাহবুবকে ধাক্কা দিয়ে আঘাত করেন এবং এরপর বাড়ির প্রধান ফটক ধাক্কাধাক্কি করে ভয়-ভীতি দেখান বলে মামলায় উল্লেখ করেন বদিউল।
২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ইশতিয়াক মাহমুদের নাম না থাকায় আপত্তি জানান বাদী বদিউল মজুমদার। পরবর্তীকালে ওই মামলার তদন্ত করে দুই সপ্তাহ আগে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাতে ইশতিয়াক ছাড়াও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেল এবং আরও সাতজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন- ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, মো. সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খাঁন কাজল, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি।
এরপর আদালত ইশতিয়াককে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেয়। তাকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দাখিলে আগামী ৩১ অক্টোবর তারিখ রেখেছেন ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid0WAZxt21V7nZeyAyrUNEmm94sr5Kv3MkuVqBAaXjZ9mao17EnF5qGjH5CDFYK51g7l