Published : 11 Dec 2022, 09:30 PM
কোভিড ১৯ পরবর্তী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও লিঙ্গবৈষম্য দূর করতে তাদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের উপর জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা।
রোববার ঢাকার একটি হোটেলে ‘জেন্ডার ইকুয়ালিটি ইন পোস্ট কোভিড কনটেক্সট’ শীর্ষক প্যানেল আলোচনায় এ বিষয়ে তারা মতামত দেন।
ইউএন উইমেন বাংলাদেশ আয়োজিত এ আলোচনার প্রধান উদ্দেশ্য কোভিড পরবর্তী সময়ে নারী, শিশু ও পুরুষের সমান অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও মূল্যায়ন এবং এজন্য নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে নীতি প্রণয়ন।
এতে ঢাকায় সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম কৌশলগত দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত সম্ভব। এ নিয়ে বাংলাদেশ সরকার ও ইউএন উইমেন সম্মিলিতভাবে কাজ করছে।
এ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকার আশাও প্রকাশ করেন নায়োকা।
বাংলাদেশে কোভিডের প্রভাব এবং উত্তরণে ‘ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’ ২০২০ সালে ‘কোভিড ও অন্যান্য’ প্রাকৃতিক দুর্যোগের উপর একটি সমীক্ষা পরিচালনা করে। এতে নারী, শিশু ও কিশোরীদের স্বাস্থ্যগত, মানসিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা মূল্যায়নের প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত উঠে আসে।
ওই সমীক্ষার ফলাফল তুলে ধরে বলা হয়, মহামারীর প্রাদুর্ভাব কমলেও নিয়মিত প্রাকৃতিক বিপর্যয় ও বিশ্বব্যাপী আর্থিক মন্দার মত নতুন এবং চলমান সমস্যাগুলোর সঙ্গে লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরা।
তৃণমূল পর্যায়ে নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলায় দক্ষতা তৈরি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব বলে মত দেন বক্তারা।
আলোচনায় সভাপতির বক্তব্যে ইউএন উইমেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দিয়া নন্দা বলেন, “বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে দুর্যোগের প্রভাব ব্যাপক, যা পারিবারিক, সামাজিক এবং মানসিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটায়। ইউএন উইমেন সর্বদা সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করে।”
এদিকে নারীদের শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সবার অংশগ্রহণ কামনা করেন অনুষ্ঠানের সঞ্চালক ও ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট দিলরুবা হায়দার।
অনুষ্ঠানে ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) চিফ এক্সিকিউটিভ শামসুদ্দোহা, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও স্টার্ট ফান্ড নেটওয়ার্কের কর্মকর্তা সাজিদ রায়হান উপস্থিত ছিলেন।