Published : 11 Oct 2024, 10:28 PM
দেশে দুর্গাপূজা উদযাপনকালে বিভিন্ন জায়গায় ‘ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা’ ঘটেছে, যার সবগুলোতেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. ময়নুল ইসলাম।
তিনি বলেছেন, “ছোটখাট বিচ্ছিন্ন কিছু ঘটনা বিভিন্ন জায়গায়…। এটা বড় যেকোনো উৎসব হলেই ঘটে থাকে, শুধু যে পূজার সময় হয় তা না। যখন আমরা ঈদ পালন করি আনন্দ মুখর পরিবেশ থাকে, তখনও এসব হয়।
“সেই জায়গা থেকে আমি বলতে চাই, যারা এই অপতৎপরতাগুলো করতে চায় তারা অপরাধী। তাদেরকে আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব।”
শুক্রবার সন্ধ্যায় ঢাকার বনানী মাঠে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে একথা বলেন আইজিপি। পূজা ঘিরে অক্টোবরের প্রথম দিন থেকে সংঘটিত বিভিন্ন ঘটনার হিসাবও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত পূজা ঘিরে ৩৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে চারটি চুরির ঘটনা রয়েছে, বাকিগুলো সামান্য ভাঙচুরের অভিযোগে হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
“এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, রেকর্ড আছে প্রতিটি ঘটনার…। এটি বলার অবকাশ নাই যে আমরা কোনো ব্যবস্থা নেইনি। যখন যেখানে দেশের আনাচে-কানাচে যা ঘটছে, তাৎক্ষণিকভাবে সে সংবাদ আমরা পাচ্ছি। আমদের মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে, সাইবার প্যাট্রোলিং জোরদার করেছি। যে কোনোখানে যা কিছু ঘটুক, আমরা ব্যবস্থা নেব।”
তিনি বলেন, “যেখানে যা ঘটছে, কিছু চুরির ঘটনা ঘটেছে। মন্দিরে হামলার চেষ্টা হয়েছিল বিভিন্ন জায়গায়, সেগুলো আমরা প্রতিহত করেছি। সুতরাং আমি আবারও বলতে চাই, যে সুযোগ আমাদের তৈরি হয়েছে নতুন বাংলাদেশ তৈরির, সে জায়গায় আমরা আছি শান্তিপ্রিয় মানুষের পাশে।”
চট্টগ্রামে পূজা মণ্ডপে ইসলামী গান পরিবেশন নিয়ে এক প্রশ্নের জবাবে ময়নুল ইসলাম বলেন, “চট্টগ্রামের ঘটনায় আমরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের পেছনে কোনো ধরনের উদ্দেশ্য ছিল কিনা, সেটি তদন্তসাপেক্ষ বিষয়।
“অনেকসময় স্থানীয়ভাবে কিছু ঘটনা ঘটে থাকে। আগে এসব ঘটনা হয়ত ঢাকা পর্যন্ত আসত না। কিন্তু তথ্যপ্রবাহের অবাধ যুগে এখন তাৎক্ষণিকভাবে আমরা জেনে যাই।”
বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. মাইনুল ইসলাম ও পূজা উদযাপন পরিষদের নেতার উপস্থিত ছিলেন।