Published : 24 Jun 2025, 11:06 PM
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে তার বাসায় হেনস্তার অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা হয়েছে; যারা সবাই স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বলে পুলিশের ভাষ্য।
মঙ্গলবার দুপুরে বিএনপির সহযোগী সংগঠনটির এসব নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করার তথ্য দেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।
তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারে বাসায় অনাধিকার প্রবেশ, মারধর, জুতা পরিয়ে মানহানির অভিযোগ আনা হয়েছে।
পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে জানিয়ে তিনি বলেন, ছয়জনের নাম ছাড়াও নাম না দিয়ে আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় এরইমধ্যে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানার সেক্রেটারি হানিফ ছাড়াও পলাতক হিসেবে স্বেচ্ছাসেবক দল উত্তর মহানগরের সভাপতি ফরিদ, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক সেলিম, স্বেচ্ছাসেবক দলের তুরাগ থানার সভাপতি দুলাল, উত্তরা পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক কাইয়ুম এবং দলের কর্মী মুজাম্মেল হোসেন ঢালীর নাম থাকার তথ্য দেন ওসি।
সাবেক সিইসি নূরুল হুদার বাসায় ঢুকে গত রোববার কথিত জনতা তাকে অপদস্থ করে। পরে তাকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। ওই সময় সেখানে উপস্থিত কেউ কেউ তা ফেইসবুকে লাইভও করেন।
এর রকম কয়েকটি ভিডিওতে দেখা যায় মুজাম্মেল ঢালী জুতা দিয়ে সাবেক সিইসিকে মারধর করেন।
ওসি হাফিজুর বলেন, “যাদের নামে মামলা হয়েছে তাদের সবাইকে ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে।”
বিএনপির পক্ষ থেকে গত রোববার রাজধানীর শেরে বাংলা নগর থানায় নূরুল হুদাসহ তিন সংসদ নির্বাচনের সময়কার সিইসি ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। এর ঘণ্টা কয়েক পর নূরুল হুদার উত্তরার বাসায় ঢুকে কথিত জনতা তার ওপর চড়াও হয়। পরে সাবেক সিইসিকে নিজেদের হেফাজতে নিয়ে শেরে বাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে চার দিনের রিমান্ডেও পেয়েছেন তদন্ত কর্মকর্তা।
’মব’ এর এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে সরকার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দলের হানিফ কারাগারে
নূরুল হুদাকে 'হেনস্তা' করা মুজাম্মেল স্বেচ্ছাসেবক দলে যুক্ত
নূরুল হুদাকে ‘হেনস্তায়’ গ্রেপ্তার ১: ‘মব’ প্রশ্রয় দেওয়া হবে না, বললেন ডিএমপি কমিশনার
সাবেক সিইসি নূরুল হুদাকে ৪ দিনের রিমান্ডে পাঠাল আদালত
সাবেক সিইসি নূরুল হুদাকে ধরে পুলিশে দিল কথিত জনতা