Published : 07 Apr 2025, 09:33 PM
বাংলাদেশ ও ফিলিপিন্সের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত নিনা পাদিলা কাইংলেত।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
পাশাপাশি বিভিন্ন খাতে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে প্রধান উপদেষ্টা ও ফিলিপিন্সের রাষ্ট্রদূত দুই দেশের কৃষি, শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও কথা বলেন।
ভবিষ্যতে বাংলাদেশ-ফিলিফিন্সি সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত কাইংলেত তার দেশের প্রেসিডেন্ট বংবং মার্কোস ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সম্পূর্ণ সমর্থন জানান।