Published : 12 Dec 2023, 11:41 AM
প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার চার মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল, মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার আট মামলায় গত ৪ ডিসেম্বর নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দেয় হাই কোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়।
এর মধ্যে চার মামলায় জামিন স্থগিত চেয়ে গত ৬ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত জামিন আদেশ স্থগিত না করে তা আবেদনটি শুনানির জন্য নিয়মিত আপিল বেঞ্চে পাঠিয়ে দেয়।
২৮ অক্টোবরের ওই ঘটনায় আট মামলার মধ্যে রয়েছে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি।
আরও পড়ুন
ধোলাইখালে সংঘর্ষের মামলায় নিপুণ রায়ের আগাম জামিন
ফেইসবুকে উসকানির অভিযোগ: বিএনপি নেতা নিপুন রায়ের বিরুদ্ধে জিডি