Published : 22 Feb 2025, 05:28 PM
সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা, ছিল না কয়েকদিনের মতো রোদের উত্তাপ। সকাল গড়িয়ে দুপুর পেরোতেই সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরল রাজধানীর কয়েক জায়গায়।
শনিবার দুপুরের পর হঠাৎ বৃষ্টিতে ফুটপাতের ব্যবসায়ী আর বাইরের খেটে খাওয়া মানুষ পড়েন কিছুটা বেকায়দায়। বৃষ্টিতে ভিজে রিকশাচালকরা যেমন ছুটেছেন, তেমনি যাত্রীরাও কেউ কেউ ভিজে, কেউ আবার ছাতা মাথায় ছুটেছেন গন্তব্যে।
বাংলা মাসের হিসেবে শনিবার ছিল ৯ ফাল্গুন। বিগত কয়েক বছরে এই সময়ে সামান্য হলেও শীত থাকত রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়। তবে, এ বছর শীত বিদায় নিয়েছে একটু আগেভাগেই। মাঘ মাস শেষ না হতেই গরম পড়তে শুরু করেছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানীর কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। যাকে আমরা বলছি ‘ট্রেস অ্যামাউন্ট' বা পরিমাপ অযোগ্য। সহজভাবে বললে সামান্য। তবে, রাজশাহীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।”
জেবুন্নেসা বলেন, “রোববারও কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।”
আবহাওয়া অধিদপ্তর অবশ্য শনিবার সকালের নিয়মিত বুলেটিনে জানিয়েছিল, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আর, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে; ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।