Published : 22 Aug 2023, 08:06 PM
এইচএসসি পরীক্ষার তৃতীয় দিন মঙ্গলবার সাত হাজার ৮১ পরীক্ষার্থী উপস্থিত হয়নি, যেদিন দিন বহিষ্কার হয়েছে ৮১ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হবে ২৭ অগাস্ট।
মঙ্গলবার আটটি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে। এ বোর্ডে পরীক্ষায় অংশ নেননি ১ হাজার ৯৫৮ পরীক্ষার্থী, আর বহিষ্কার হয়েছেন ৩৭ জন।
এছাড়া রাজশাহী বোর্ডে ১ হাজার ১৬৪ জন, কুমিল্লা বোর্ডে ৬৭৭ জন, যশোরে ৮২৯ জন, সিলেটে ৫৪০ জন, বরিশালে ৪৮৭ জন, দিনাজপুরে ৯২৫ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৫০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পাশাপাশি কুমিল্লা বোর্ডে ১৩ জন, যশোরে ৬ জন, সিলেটে ৪ জন, বরিশালে ৮ জন, দিনাজপুরে ৫ জন এবং ময়মনসিংহে ৮ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।