Published : 08 Oct 2023, 02:55 PM
দেশের সকল নদ-নদীর পানি সমতল ক্রমশ হ্রাস পাওয়ায় আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নদীর পানি এখন হ্রাস-বৃদ্ধির মাঝে আছে। কোথাও যদি পানি কিছুটা বাড়েও, তবুও আপাতত বন্যার আর কোনো ঝুঁকি নেই বলা যায়।”
কেন্দ্রের তথ্য অনুযায়ী, সুরমা-কুশিয়ারা ছাড়া, দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীর পানি সমতলও হ্রাস পাচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং যমুনা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেলেও পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এছাড়া, দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান উপ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় আছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
ভারতে উত্তর সিকিমে তুমুল বৃষ্টির জেরে উজানের ঢলে এ মাসের শুরুতে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। এক পর্যায়ে সব নদ-নদীর পানিই বাড়তে থাকে। ফলে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যার শঙ্কা দেখা দেয়।
এখন পানি কমতে শুরু করায় আপাতত আর সেই শঙ্কা দেখছে না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।