Published : 04 Jan 2024, 06:07 PM
জাতীয় সংসদ নির্বাচন দেখতে আসা কমনওয়েলথ পর্যবেক্ষক দল পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেছে।
বৃহস্পতিবার সকালে এ বৈঠক হয় বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ভোটের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বৈঠকে পুলিশপ্রধানের কাছে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় ভোটের নিরাপত্তা নিয়ে সার্বিক চিত্র তুলে ধরেন আইজিপি।
১০ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। অন্যরা হলেন জেফ্রি সেলিম ওয়াহিদ, স্যামুয়েল আজু ফনকাম, অধ্যাপক আত্তাহিরু মুহাম্মদু জেগা, মার্ক হাওয়ার্ড স্টিফেনস, সব্যসাচী ব্যানার্জি, অধ্যাপক দিনেশা সমররত্নে, আলউইনা হেন্নাহ হেসুলু জোকু, টেরি ডেল ইনস লেইগ ও পৌলিন জোকি জোরোগে।
পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত এ বৈঠকে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংসদ নির্বাচন: এবার বিদেশি পর্যবেক্ষক দুই শতাধিক
আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন। পাশাপাশি দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি।
এদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন।
আগামী শনিবার দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন নিয়ে ব্রিফ করবে নির্বাচন কমিশন।