Published : 06 Oct 2023, 12:51 PM
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিদ্দিক শেখ (৪০) নামে এক হাজতি অসুস্থ হয়ে মারা গেছেন।
কারাগারের জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিদ্দিক মাদকাসক্ত ছিলেন। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।”
সিদ্দিককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীর বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু বলেন, সকাল সাড়ে আটটায় কারাগারে হঠাৎ সিদ্দিক অসুস্থ হয়ে পড়েন।
“হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত হবে।
সিদ্দিক শেখ মুন্সীগঞ্জের একটি নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি হয়ে কারাগারে ছিলেন বলে জানিয়েছেন জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ।