Published : 26 Jun 2023, 01:41 PM
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সাত প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দিয়েছে নির্বাচন কমিশন; এবার শুরু হচ্ছে প্রচার পর্ব।
সাত প্রার্থীর মধ্যে ছয়জন দলীয় প্রার্থী তাদের নির্ধারিত দলীয় প্রতীক পেয়েছেন। আর একমাত্র স্বতন্ত্র প্রার্থী, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন একতারা।
এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত: প্রতীক নৌকা
জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান: প্রতীক লাঙ্গল
তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান: প্রতীক সোনালী আঁশ
বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন: প্রতীক ডাব
জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান: প্রতীক গোলাপ ফুল
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন: প্রতিক ছড়ি
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম): প্রতীক একতারা
প্রতীক পাওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, “আমি একতারা প্রতীক বরাদ্দ চেয়েছিলাম। এ প্রতীকই বরাদ্দ পেয়েছি। আমার আর কোনো অভিযোগ নেই। এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা।”
গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ আসনের উপনির্বাচনেও প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সেবার তিনি সিংহ প্রতীক চাইলেও একটি নিবন্ধিত দলের জন্য বরাদ্দ থাকায় সেই প্রতীক তিনি পাননি।
আপিলে ফিরল হিরো আলমের প্রার্থিতা
‘অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে লড়াইয়ে আরাফাত, হিরো আলমের ‘প্রতিবাদ’
‘সাংস্কৃতিক অঙ্গনের মানুষ’ হিসেবে পরে তিনি নিয়েছিলেন একতারা প্রতীক। জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে শেষ পর্যন্ত তিনি হেরে যান ৮৩৪ ভোটে।
২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং এ বছর বগুড়া উপনির্বাচনেও এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে দুইবারই তিনি প্রার্থিতা ফিরে পান।
এবার ঢাকা-১৭ উপনির্বাচনেও একই কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করবে ইসি।
সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এ উপনির্বাচন হচ্ছে। ভোটে যিনি জয়ী হবেন, তিনি কয়েক মাসের জন্যই কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন।