Published : 07 Nov 2022, 09:56 PM
ঢাকার পোস্তগোলায় বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন এক পিকআপ ভ্যানের চালক এবং তার সহকারী।
সোমবার সন্ধ্যায় পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর উপর রাইদা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
পিকআপ ভ্যানটির মালিক ইমাম হোসেন রকি সাংবাদিকদের জানান, বাসের ধাক্কায় তার ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতরা হলেন মো. রাসেল (৩০) ও কামরুল হুদা (২৬)। দুজনের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়।
কামরুল ভ্যানটির চালক এবং রাসেল তার সহকারী ছিলেন বলে রকি জানান।
রাসেল ও কামরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।