Published : 01 Aug 2023, 01:56 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল অক্টোবরে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ খবর দেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, “আমি সিইসিকে জানিয়েছি, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রি অ্যসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম পাঠাবে। এ টিমে বিশেষজ্ঞরা থাকবেন, যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে।”
যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন প্রত্যাশা করে জানিয়ে পিটার হাস বলেন, “যাতে বাংলাদেশের জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন।”
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এ বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধনী, নতুন দল নিবন্ধনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, ইসি সচিব জাহাংগীর আলমও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ জুন সিইসি হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পিটার হাস। ওই বৈঠক শেষে তিনি বলেছিলেন, “নির্বাচনে কে জিতল সেটা নিয়ে যুক্তরাষ্ট্র ভাবে না। আমরা কেবল এমন একটি নির্বাচন চাই, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা বেছে নিতে পারে।”
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে কি না– সে সিদ্ধান্ত নিতে ইউএর একটি প্রতিনিধি দল জুলাই মাসে বাংলাদেশ সফর করে গেছে।
ইউরোপীয় ইউনিয়নের ওই প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল নির্বাচন কমিশনের পাশাপাশি বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছে।