Published : 10 Dec 2023, 11:46 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে সোমবার ধার্য করেছে হাই কোর্ট।
রোববার রিটকারী আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ দিন ধার্য করে।
রিটকারী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ সকালে সময়ের আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।
গত ৪ ডিসেম্বর এ রিট আবেদনের শুনানি শেষ হয়; ওইদিন আদেশের জন্য রোববার দিন ধার্য করা হয়।
ওইদিন রিটের পক্ষে অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খান মোহাম্মদ শামীম আজিজ শুনানি করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী বর্তমানে একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৯ নভেম্বর রিট আবেদনটি করেছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সাতজনকে বিবাদী করা হয় ওই আবেদনে।
এর আগে ২৮ নভেম্বর এ আইনজীবী আইনি নোটিস পাঠিয়েছিলেন। নোটিসে বর্তমানে রাজনৈতিক সংকট চলছে উল্লেখ করে বলা হয়, দেশে হরতাল-অবরোধ চলছে। এ অবস্থায় সুষ্ঠু ভোট করা সম্ভব নয়।