Published : 21 Apr 2017, 12:16 AM
মাননীয় মন্ত্রীর আত্মসমর্পণের মাধ্যমে পুনরায় বহাল হলো 'সিটিং ব্যবস্থা'। হঠাৎ করে নেওয়া এই অভিযানের ফলাফল হিসেবে প্রকাশ পেয়েছে সাধারণ মানুষের অসহনীয় ভোগান্তি। এরকম একটি ব্যবস্থা নেওয়ার আগেই বিআরটিএ এর উচিত ছিল মালিক সমিতির সাথে আলোচনা করা। ফলে মালিক সমিতি দেখিয়ে দিল তাদের ক্ষমতা।
কোন পথ খুঁজে না পেয়ে আমাদের মন্ত্রী মহোদয় ঘোষণা দিলেন, সিটিং সার্ভিস চলবে। এ কেমন খেলা? সাধারণ মানুষকে নিয়ে এমন খেলা বন্ধ হবে কবে? মোদ্দা কথা, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষ পুতুল সমতুল্য। ইচ্ছা হলেই খেলে, না হলে ভেঙ্গে ফেলে।