Published : 24 Aug 2023, 06:32 PM
বাণিজ্যিক শহর নারায়ণগঞ্জের চাষাড়ায় খোলা হয়েছে ডমিনোজ পিৎজার স্টোর।
রাজধানীর বাইরে এটি ডোমিনোজ পিৎজার প্রথম স্টোর।
বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় এই চেইন রেস্তোরাঁর বাংলাদেশের ২১তম স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনপ্রিয় এই স্টোরের উদ্বোধনের সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ব্যবস্থাপনা দল উপস্থিত ছিল।
এছাড়াও ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশ’ এর ব্যবস্থাপনায় বিনামূল্যে পড়াশুনার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডোমিনোজ পিৎজার স্বত্বাধিকারী জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “ঢাকার বাইরে এটি আমাদের প্রথম স্টোর। বাংলাদেশে আমাদের ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা মেটাতে ক্রমাগত আমাদের স্টোর নেটওয়ার্ক প্রসারিত করছি।”
“আমরা আমাদের সিগনেচার ফ্লেভার এবং ব্যতিক্রমী পরিসেবা আরও বেশি লোকের কাছে নিয়ে আসতে পেরে আনন্দিত এবং নারায়ণগঞ্জের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে উন্মুখ,” বলেন তিনি।
জুবিল্যান্ট ফুডওয়ার্কস জানিয়েছে, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, মুক্তিযোদ্ধা সড়ক, বংশাল রোডসহ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় মাত্র ৩০ মিনিটে হোম ডেলিভারি দেবে ডোমিনোজ পিৎজা।
হোম ডেলিভারির জন্য ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপের মাধ্যমে অথবা m.dominos.com.bd এ অথবা, 16656 নম্বরে কল করে অর্ডার করা যাবে।