Published : 20 Dec 2023, 07:20 PM
আকিজ বোর্ড বাজারে নিয়ে এলো কাঠের তৈজষপত্র নিখুঁত করার সামগ্রী ‘পিভিসি এজ’, যার ব্র্যান্ড নাম দেওয়া হয়েছে ‘প্রোএজ’।
বুধবার আকিজ বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব কারখানায় তৈরি এই ফিতায় আঠা বা অ্যাডহেসিভ যুক্ত রয়েছে, যা বোর্ডকে দীর্ঘস্থায়ী করার পাশাপাশি খরচও কমিয়ে আনবে।
এই প্রোএজ পাওয়া যাচ্ছে বিভিন্ন কালার, টেক্সচার ও ফিনিশিংয়ে। ০.৫, ১ ও ১.৫ মিলিমিটার পুরুত্ব এবং ১৯, ২২, ২৯ ও ৩৮ মিলিমিটার প্রস্থের প্রোএজ পাওয়া যাচ্ছে ১০০ ও ২০০ মিটারের রোলে।
এজ হচ্ছে এক ধরনের ফিতা যা সাধারণ কৃত্রিম কাঠের বিভিন্ন পণ্যের চারপাশে নিখুঁত রূপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
আকিজ বশির গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “বেশিরভাগ ক্ষেত্রে আমদানি করা এজ দিয়ে দেশের ইন্টেরিয়র খাতের চাহিদা পূরণ করা হয়। আমদানি নির্ভরতা কমাতে এবং ফার্নিচার ও ইন্টেরিয়রে নিখুঁত ফিনিশিং ও স্থায়ীত্ব নিশ্চিত করতে আমরা উন্নতমানের এজ ব্যান্ড বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত শুরু করেছি।”
আকিজ বোর্ড ‘এজ ব্যান্ড’ ছাড়াও প্লেইন বোর্ড, এমডিএফ বোর্ড, প্লাইউড, মেলামাইন বোর্ড, ভিনিয়ার্ড বোর্ড, হাই গ্লস বোর্ড, আল্টিম্যাট তৈরি করছে।