Published : 02 Mar 2025, 08:41 PM
গৃহস্থালী পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে চীনের হাইতিয়ান গ্রপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল।
এই চুক্তির আওতায় আরএফএল চীন থেকে উন্নতমানের যন্ত্রপাতি আমদানি করবে। রোববার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, বিশ্ববাজারে প্লাস্টিক গৃহস্থালীর পণ্য রপ্তানি বাড়াতে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে আরএফএল। এ অর্থ রপ্তানিমুখী নতুন কারখানার যন্ত্রপাতি এবং ভবন নির্মাণে ব্যবহার করা হবে। নিজস্ব অর্থ এবং ব্যাংক ঋণের মাধ্যমে এ অর্থের সংস্থান করা হবে।
আরএফএল গ্রপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এবং হাইতিয়ান গ্রপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।
প্রাণ-আরএফএল গ্রপের অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার পোদ্দার এবং হাইতিয়ান গ্রপের জেনারেল ম্যানেজার (সেলস) লি হুফেং এ সময় উপস্থিত ছিলেন।
আর এন পাল বলেন, “বর্তমানে দেশের বিনিয়োগ পরিস্থিতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বেসরকারি বিনিয়োগের গতি মন্থর হয়ে পড়েছে। এই প্রতিকূলতার মধ্যেও আরএফএল নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা দেশের জন্য একটি ইতিবাচক বার্তা। এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে এবং এটি দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনি বলেন, “আগামী মে মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হবে এবং এতে প্রায় ২,৫০০ মানুষের কর্মসংস্থান হবে। এ বিনিয়োগের ফলে আরএফএল এর বার্ষিক রপ্তানি প্রবৃদ্ধি হবে প্রায় ৩০ শতাংশ।”
জিয়াং লিনফা বলেন, "এই রপ্তানি আদেশটি শুধু সংখ্যা দিয়ে বিবেচনা করলে হবে না, এটি উৎপাদন ক্ষেত্রে অগ্রগতি, দক্ষতা এবং সাসটেইনেবিলিটিকেও নির্দেশ করে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আরএফএলের পণ্য ৮০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। রপ্তানিমুখী এ নতুন কারখানা প্রতিষ্ঠার ফলে রপ্তানির পরিধি আরও প্রসার হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“ইতোমধ্যে এই কারখানাকে কেন্দ্র করে নতুন রপ্তানি আদেশ আসতে শুরু করেছে। এর মধ্যে একটি ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৬ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইতিয়ান গ্রুপ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্লাস্টিক মেশিনারি উৎপাদনকারী কোম্পানি। ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি উৎপাদনের লক্ষ্যে ১৯৬৬ সালে এ কোম্পানি যাত্রা করে। বর্তমানে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক পণ্য উৎপাদনের জন্য মানসম্মত ও সর্বাধুনিক মানের ইনজেকশন মোল্ডিং মেশিন সরবরাহ করে আসছে।