Published : 30 May 2025, 09:15 PM
টেক্সটাইল ও রেডিমেইড গার্মেন্টস খাতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এ কর্মশালা হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্মশালাটি আয়োজিত হয় গ্লোবাল সাপ্লাই চেইন সাপোর্ট ফান্ডের সহায়তায়, যা মূলত ভারতের আবিষ্কার ক্যাপিটাল এবং জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি যৌথ উদ্যোগ।
ব্যাংকের বিভিন্ন টেক্সটাইল ও গার্মেন্টস খাতভুক্ত গ্রাহকদের কমপ্লায়েন্স কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন।
কর্মশালা পরিচালনা করেন ইন্টেলক্যাপ এবং সার্কুলার অ্যাপারেল ইনোভেশন ফ্যাক্টরির পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক বিশেষজ্ঞরা।
কর্মশালায় পরিবেশ ও সামাজিক কমপ্লায়েন্স, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর পরিবর্তনশীল চাহিদা এবং জিআরআই ও এসবিটিআইয়ের মত রিপোর্টিং কাঠামোর অধীনে প্রত্যাশিত রিপোর্টিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
ইন্টেলক্যাপের সার্কুলার অ্যাপারেল ইনোভেশন ফ্যাক্টরির প্রিন্সিপাল এ এফ এম শাহেদ বলেন, “বাংলাদেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে সার্কুলারিটি এবং সাসটেইনেবিলিটিকে গ্রহণ করার ওপর। মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব সাপ্লায়ারদের বৈশ্বিক ব্র্যান্ডের চাহিদা পূরণের জন্য প্রস্তুত করবে, বাস্তব ডিকার্বোনাইজেশন সমাধান গ্রহণে সহায়তা করবে এবং প্রতিযোগিতামূলক, ভবিষ্যত-প্রস্তুত সাপ্লাই চেইন গড়ে তুলবে।”
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মো. আহসান-উজ জামান বলেন “পোশাক ও গার্মেন্টস খাতের ভবিষ্যৎ কেবল ফ্যাশন নয়, এটি দায়বদ্ধতা, স্বচ্ছতা ও রূপান্তরের বিষয়। এখনই সময়—পরিচ্ছন্ন প্রযুক্তি ও দক্ষ সিস্টেমে বিনিয়োগ করার, ন্যায্য ও নৈতিক শ্রম পরিবেশ নিশ্চিত করার এবং জিআরআই ও এসবিটিআইয়ের মত বৈশ্বিক মান গ্রহণ করার—এগুলোকে বোঝা নয়, বরং টেকসই ও প্রতিযোগিতামূলক ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে দেখা উচিত।”
এছাড়া বক্তব্য রাখেন আবিষ্কার ক্যাপিটালের পার্টনার (ক্রেডিট) অভিষেক মিত্তাল।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন; ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান; ইন্টারন্যাশনাল ডিভিশন ও এনআরবি প্রধান খোন্দকার তৌফিক হোসেন; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মারুফ হায়দার এবং ট্রেজারি ও মার্কেট রিস্ক (ফ্রন্ট) বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব উপস্থিত ছিলেন।