ভারত-দক্ষিণ আফ্রিকা
Published : 31 Oct 2024, 08:55 PM
লম্বা সময় বিশ্রাম পাওয়া মার্কো ইয়ানসেন ও জেরল্ড কুটসিয়াকে দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই দুই পেসার।
ঘরের মাঠে নভেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজটির জন্য বৃহস্পতিবার ১৬ জনের দল দিয়েছে তারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে সবশেষ গত জুনে মাঠে নামেন ইয়ানসেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার আগের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ছিল দেশের হয়ে কুটসিয়ার শেষ ম্যাচ।
কাঁধের সমস্যায় ভুগছিলেন ইয়ানসেন। আর নিতম্বে চোট ছিল কুটসিয়ার। তাদেরকে ঠিকমতো সেরে উঠতে এবং নিজেদের উন্নতির জন্য লম্বা সময়ের ছুটি দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কন্ডিশনিংয়ে কাজ করার জন্য সিএসএ কাঠামোগত বিরতির ব্যবস্থা চালু করার পর এই বিশ্রাম পাওয়া প্রথম দুই বোলার তারা।
বাংলাদেশ সফরের টেস্ট দলে থাকলেও কোনো ম্যাচ খেলেননি লুঙ্গি এনগিডি। আয়ারল্যান্ডের বিপক্ষে অক্টোবরের শুরুতে ওয়ানডে খেলার পর থেকে বাইরে আছেন এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজটি সামনে রেখে তাকে ভারত সিরিজে রাখেনি দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে চমৎকার পারফরম্যান্স করা অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদাকেও দেওয়া হয়েছে বিশ্রাম।
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়া গতিময় পেসার আনরিখ নরকিয়া এবং বাঁহাতি রিস্ট স্পিনার তাব্রেইজ শামসি ডাক পাননি ভারত সিরিজের দলে। বাঁহাতি অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজের সঙ্গে রাখা হয়েছে এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলা লেগ স্পিনার নাবাইয়োমজি পিটারকে।
দলে ফিরেছেন বিধ্বংসী দুই ব্যাটসম্যান হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার। সংযুক্ত আরব আমিরাত সফরের সাদা বলের দলে মহারাজের মতো ছিলেন না তারাও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা দুই অলরাউন্ডার মিহলালি এমপংওয়ানা ও আন্দিলে সিমেলানেকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ১২ উইকেট নিয়েছেন তারা। যা যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।
এখনও আন্তরজাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা না দেওয়া কুইন্টন ডি কককে এই সিরিজেও রাখেনি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ও টেস্টকে বিদায় বলা অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
ভারতের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ৮ নভেম্বর। পরের তিন ম্যাচ যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম, ওটনিল বার্টম্যান, জেরল্ড কুটসিয়া, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, প্যাট্রিক ক্রুগার, কেশাভ মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, ট্রিস্টান স্টাবস।