দক্ষিণ আফ্রিকান ক্রিকেট
Published : 06 Dec 2024, 08:13 PM
পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াই শুরুর চার দিন আগে কোচ হারাল দক্ষিণ আফ্রিকা। হুট করেই দায়িত্ব ছেড়ে দিলেন তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যাটিং কোচ জেপি দুমিনি। ‘ব্যক্তিগত কারণে’ এই সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার।
মার্ক বাউচারের বিদায়ের পর ২০২৩ সালের মার্চে রব ওয়াল্টারের কোচিং স্টাফে যোগ দেন দুমিনি। এইডেন মার্করাম, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলারদের সঙ্গে ১৯ মাস কাজ করে পদত্যাগ করলেন তিনি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ছিলেন দুমিনি। কিন্তু ব্যক্তিগত কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে পারেননি, যেখানে ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় প্রোটিয়ারা।
গত সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স দুমিনিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি এসএ টি-টোয়েন্টির দল পার্ল রয়্যালসের প্রধান কোচ ছিলেন।
খেলোয়াড়ী জীবনকে বিদায় বলার পর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল বোল্যান্ড রকসের প্রধান কোচের দায়িত্ব নেন দুমিনি। জাতীয় দল ও লায়ন্সের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টির উদ্বোধনী আসরে পার্ল রয়্যালসের প্রধান কোচ ছিলেন তিনি।
২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দুমিনি। ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন সিপিএল, আইপিএল ও পিএসএলে। ২০২০ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন এই অলরাউন্ডার।