বোর্ডার-গাভাস্কার ট্রফি
Published : 16 Dec 2024, 03:38 PM
দিন জুড়েই থেমে থেমে হানা দিল বৃষ্টি। এর মাঝে যতটুকু খেলা হলো তাতে দাপট দেখাল অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের অসাধারণ নৈপুণ্যে বিশাল পুঁজি গড়ার পর দলটির অভিজ্ঞ পেসত্রয়ী ছড়ালেন আলো। তাদের ছোবলে রান পাহাড়ে চাপা পড়ার অবস্থায় ভারত।
বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্রিজবেন টেস্টে সোমবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে। পরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৫১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত। এখনও তারা পিছিয়ে ৩৯৪ রানে।
এদিন কয়েক দফায় হানা দেয় বৃষ্টি। দুই দল মিলিয়ে দিনে খেলা হয়েছে কেবল ৩৩ ওভার, পড়েছে ৭ উইকেট।
৪৫ রান নিয়ে নতুন দিন শুরু করা অ্যালেক্স কেয়ারি পঞ্চাশ ছুঁয়ে থামেন ৭০ রানে। টেস্টে এটি তার নবম ফিফটি, চলতি সিরিজে করলেন প্রথমবার।
পরে নতুন বলে আরেকবার দ্যুতি ছড়িয়ে ২ উইকেট নেন গতিময় পেসার মিচেল স্টার্ক। একটি করে শিকার ধরেন জশ হেইজেলউড ও প্যাট কামিন্স।
৭ উইকেটে ৪০৫ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। রাভিন্দ্র জাদেজাকে চার মেরে দ্বিতীয় ওভারেই ফিফটি স্পর্শ করেন কেয়ারি। বাঁহাতি স্পিনার জাদেজাকে পরের ওভারে স্লগ সুইপে ছক্কায় ওড়ান ৭ রান নিয়ে খেলতে নামা স্টার্ক।
আগের দিন ৫ উইকেট নেওয়া জাসপ্রতি বুমরাহর বলে উইকেটের পেছনে ধরা পড়ে বিদায় নেন স্টার্ক। ন্যাথান লায়নকে নিয়ে দলের রান আরও কিছুটা বাড়ান কেয়ারি। মোহাম্মদ সিরাজ ভেঙে দেন লায়নের স্টাম্প। পরের ওভারে আকাশ দিপের শর্ট বল পুল করে কেয়ারি ডিপ মিডউইকেটে ধরা পড়লে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলে স্টার্ককে চার মেরে শুরু করেন ইয়াশাসভি জয়সওয়াল। পরের ডেলিভারিতে অবশ্য ভারতের তরুণ ওপেনারকে ফিরিয়ে দেন স্টার্ক। পায়ের ওপরের বল ফ্লিক করে শর্ট মিডউইকেটে ধরা পড়েন জয়সওয়াল।
নিজের পরের ওভারে স্টার্ক ফের ছোবল দেন ভারত শিবিরে। এবার গালিতে ধরা পড়েন শুবমান গিল। বাঁদিকে ঝাঁপিয়ে শূন্যে ভেসে চোখধাঁধানো ক্যাচ নেন মিচেল মার্শ।
৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া সফরকারীদের টানতে পারেননি অভিজ্ঞ ভিরাট কোহলিও। হেইজেলউডের করা অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে কিপারের গ্লাভসে ধরা পড়েন ভারতীয় ব্যাটিং গ্রেট।
৩ উইকেটে ২২ রান নিয়ে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশন শেষ করে ভারত। বিরতির পর রিশাভ পান্তকে কট বিহাইন্ড করে ড্রেসিং রুমে ফেরত পাঠান কামিন্স। কিছুক্ষণ পর আরেক দফায় বৃষ্টি নামলে আর খেলাই সম্ভব হয়নি।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত ধরে রেখেছেন লোকেশ রাহুল। ৪টি চারে ৩৩ রানে খেলছেন তিনি। ৬ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শার্মা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন ৪০৫/৭) ১১৭.১ ওভারে ৪৫৫ (কেয়ারি ৭০, স্টার্ক ১৮, লায়ন ২, হেইজেলউড ০*; বুমরাহ ২৮-৯-৭৬-৬, সিরাজ ২৩.২-৫-৯৭-২, আকাশ ২৯.৫-৫-৯৫-১, নিতিশ ১৩-১-৬৫-১, জাদেজা ২৩-২-৯৫-০)
ভারত ১ম ইনিংস: ১৭ ওভারে ৫১/৪ (জয়সওয়াল ৪, রাহুল ৩৩*, গিল ১, কোহলি ৩, পান্ত ৯, রোহিত ০*; স্টার্ক ৮-১-২৫-২, হেইজেলউড ৫-২-১৭-১, কামিন্স ২-০-৭-১, লায়ন ১-০-১-০, হেড ১-০-১-০