Published : 01 Apr 2025, 10:31 AM
আইপিএল ও অন্যান্য কারণে এমনিতেই দ্বিতীয় সারির দল নিয়ে খেলছে নিউ জিল্যান্ড। এর মধ্যেই বড় একটি ধাক্কা এলো তাদের জন্য। চোটের কারণে ছিটকে গেলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন চ্যাপম্যান। বিপর্যয়ের মধ্যে হাল ধরে দলকে এগিয়ে নেন বাঁহাতি ব্যাটসম্যান, পরে তোলেন ঝড়। শেষ পর্যন্ত ১১১ বলে ১৩২ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি।
বড় জয়ে নিউ জিল্যান্ডের এগিয়ে যাওয়ার ওই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে ‘গ্রেড ওয়ান টিয়ার।’ হ্যামিল্টনে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে তাই খেলতে পারবেন না ৩০ বছর বয়সী ক্রিকেটার।
ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনারদের ছাড়া দল সাজানো নিউ জিল্যান্ডের ব্যাটিং শক্তি এতে কমে গেল আরও। এই সেঞ্চুরির আগে চার ওয়ানডে ইনিংসে তিনটি ফিফটি ছিল চ্যাপম্যানের।
বদলি হিসেবে ডাক পেয়েছেন টিম সাইফার্ট। নিউ জিল্যান্ডের হয়ে ৬৬ টি-টোয়েন্টি খেললেও এই কিপার-ব্যাটসম্যান ওয়ানডে খেলেছেন কেবল তিনটি। সবশেষটি সেই ২০১৯ সালের জানুয়ারিতে। ছয় বছর পর এবার তার ওয়ানডেতে মাঠে নামার সম্ভাবনা প্রবল।
ওয়ানডে সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন সাইফার্ট। পাঁচ ম্যাচে ২০৭.৫০ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে ম্যান অব দা সিরিজ হন তিনি। সিরিজে আর কোনো ব্যাটসম্যান ১৮০ রানও করতে পারেননি।
সিরিজের শেষ ম্যাচে ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান ১০ ছক্কায় অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন স্রেফ ৩৮ বলে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম ম্যাচের পর থেকে সিরিজে থাকবেন না আরেক ব্যাটসম্যান উইল ইয়াং।
চ্যাপম্যানের চোট অবশ্য গুরুতর নয়। কোচ গ্যারি স্টিডের আশা, শনিবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া যাবে এই ব্যাটসম্যানকে।