Published : 01 May 2024, 11:46 AM
টি-টোয়েন্টির বিশ্ব আঙিনায় আফগান ক্রিকেটারদের যে দাপুটে বিচরণ চলছে, সেটির একটি প্রমাণ যেন তাদের বিশ্বকাপ স্কোয়াডও। ১৫ জনের যে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, এর ৮ জনই এখন ব্যস্ত আছেন আইপিএলে।
আফগান ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন রাশিদ খান দলকে নেতৃত্ব দেবেন বিশ্ব আসরে। দলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, দলে বিশেষজ্ঞ ব্যাটসম্যান কেবল চারজন। তাদের মধ্যে দুজন আবার কিপার-ব্যাটার, রাহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ ইসহাক। বাকি দুজন ইব্রাহিম জাদরান ও নাজিবউল্লাহ জাদরান। তবে দলে আছেন একগাদা অলরাউন্ডার, যারা সেই ঘাটতি পুষিয়ে দিতে প্রস্তুত ভালোভাবেই।
আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, গুলবদিন নাইব, কারিম জানাতের মতো অলরাউন্ডার তো আছেনই, রাশিদ খানও ব্যাট হাতে প্রতিপক্ষের জন্য দারুণ বিপজ্জনক। এছাড়াও দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী উঠতি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নানগেলিয়া খারোটে।
দলে জায়গা পাননি আগ্রাসী ওপেনার হাজরাতউল্লাহ জাজাই ও ওয়ানডে অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। জাজাই অবশ্য রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন বিশ্বকাপে। রিজার্ভ তালিকায় আছেন আরও দুজন।
স্পিন আক্রমণে রাশিদ, নাবি, মুজিব ও খারোটের সঙ্গে আছেন বাঁহাতি রিস্ট স্পিনার নূর আহমাদ।
নূর, খারোটে ও ইসহাকের প্রথম বিশ্বকাপ এটি।
গায়ানায় উগান্ডার সঙ্গে ম্যাচ দিয়ে আগামী ৩ জুন শুরু আফগানদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গে আরও আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।
আফগানিস্তান বিশ্বকাপ দল: রাশিদ খান (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, গুলবাদিন নাইব, কারিম জানাত, নানগেলিয়া খারোটে, মুজিব উর রাহমান, নূর আহমাদ, নাভিন উল হাক, ফাজালহাক ফারুকি, ফারিদ আহমাদ মালিক
সফরসঙ্গী রিজার্ভ: সেদিকউল্লাহ আটাল, হাজরাতউল্লাহ জাজাই, মোহাম্মদ সালিম সাফি