Published : 27 May 2025, 04:29 PM
১৯৭৫ সালের ২১ জুন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় এক দিন। বিশ্বকাপের উদ্বোধনী আসরের শিরোপা সেদিন ঘরে তুলেছিল ক্যারিবিয়ানরা। ঐতিহাসিক সেই সাফল্যের ৫০ বছর পূর্তিতে চ্যাম্পিয়নদের সম্মানিত করবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার’স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ)।
আগামী ২২ জুন অষ্টম অ্যাওয়ার্ড গালা আয়োজনের ঘোষণা দিয়েছে সিডব্লিউআই ও ডব্লিউআইপিএ। সেই অনুষ্ঠানেই উইন্ডিজ খেলোয়াড়দের সবচেয়ে গৌরবময় অর্জনগুলো উদযাপন করা হবে। একই সঙ্গে প্রথম বিশ্বকাপ জয়ী দলকে দেওয়া হবে সম্মাননা।
ক্লাইভ লয়েডের নেতৃত্বে বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বছর আগের সেই টুর্নামেন্টে অপরাজিত ছিল ক্যারিবীয়রা।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল লয়েডের দল। সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপার নির্ধারণী ম্যাচের টিকেট পেয়েছিল তারা।
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফের অস্ট্রেলিয়াকে পায় ওয়েস্ট ইন্ডিজ। দলকে সেদিন সামনে থেকে নেতৃত্ব দেন লয়েড। ব্যাট হাতে ৮৫ বলে খেলেন ১০২ রানের ইনিংস। ৬০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাব দিতে নেমে ইয়ান চ্যাপেলের ফিফটিতে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিভি রিচার্ডস, তিনটি দুর্দান্ত রান-আউট করে। ২৩৩ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়ার আশা বাঁচিয়ে রাখেন ডেনিস লিলি ও জেফ থম্পসন।
শেষ উইকেটে দুইজনে ৪১ রানের জুটি গড়েন; শেষ পর্যন্ত যদিও দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিতে পারেননি তারা। ইনিংসে পঞ্চম রান-আউটে ২৭৪ রানে থামে অস্ট্রেলিয়া। ১৭ রানের অসাধারণ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
চমৎকার সেঞ্চুরির জন্য ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন লয়েড। ক্রিকেট তীর্থ লর্ডসে সেদিন তার হাতেই ওঠে বিশ্ব চ্যাম্পিয়নের প্রথম ট্রফি।
চার বছর পরে এই মাঠেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়ানডের আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি তারা। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তিও আছে ক্যারিবিয়ানদের।