Published : 23 Feb 2022, 08:16 PM
ফ্র্যাঞ্চাইজিটি বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নারদের দলে আগারকার কাজ করবেন প্রধান কোচ রিকি পন্টিং, বোলিং কোচ জেমস হোপস ও আরও দুই সহকারী কোচ শেন ওয়াটসন ও প্রাভিন আমরের সঙ্গে।
গত মৌসুমে সহকারী কোচ হিসেবে কাজ করা মোহাম্মদ কাইফ ও অজয় রাত্রার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি দিল্লি।
প্রথমবারের মতো কোচিংয়ে নাম লেখালেন ৪৪ বছর বয়সী আগারকার। নতুন ভূমিকায় কাজ শুরু করতে তর সইছে না তার।
“এই মৌসুমে দিল্লি ক্যাপিটালস স্কোয়াডের অংশ হতে পেরে আমি খুব রোমাঞ্চিত। ক্রিকেটে প্রথমে একজন খেলোয়াড় হতে পেরে এবং ভিন্ন ভূমিকায় ফিরে আসতে পেরে আমি যথেষ্ট ভাগ্যবান। এটা অবশ্যই খুব রোমাঞ্চকর।”
“আমাদের তরুণ ও দুর্দান্ত একটি স্কোয়াড রয়েছে, যার নেতৃত্বে আছে বিশ্বের প্রতিভাবান খেলোয়াড়দের একজন- রিশাভ পান্ত। আর কোচ রিকি পন্টিং তো এই খেলাটির কিংবদন্তি। তাদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। বিশেষ কিছু স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।”
ভারতের হয়ে আগারকার খেলেছেন ২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি। টেস্টে তার উইকেট ৫৮টি, ওয়ানডেতে ২৮৮টি ও টি-টোয়েন্টিতে ৩টি। লাল বলের ক্রিকেটে ব্যাটিংয়ে আট নম্বরে নেমে সেঞ্চুরি আছে লর্ডসে। আইপিএলে তিনি খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
এখনও ফিল্ডিং কোচ ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। এবারের নিলাম থেকে তারা ২ কোটি রুপিতে দলে টানে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজকে।