Published : 04 Jul 2025, 11:24 AM
আগের টেস্টের চিত্রনাট্যই যেন অনুসরণ করল অস্ট্রেলিয়ান ব্যাটিং। ক্যারিবিয়াস পেসের দাপটে টপ ও মিডল অর্ডার ব্যর্থ আরও একবার। বিপর্যয়ের মধ্যে লোয়ার-মিডল অর্ডারে বাউ ওয়েবস্টার ও অ্যালেক্স কেয়ারির প্রতিরোধ। আগের টেস্টের মতোই ৬০ ছুঁয়ে আউট দুজনই।
গ্রেনাডা টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট ২৮৬ রানে। বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে প্রথম দিনে খেলা হয়েছে শুধু অস্ট্রেলিয়ান ইনিংসের ৬৬.৫ ওভারই।
১০ চার ও ১ ছক্কায় ৮১ বলে ৬৩ করেন কেয়ারি। ওয়েবস্টার ১১৫ বলে করেন ৬০ রান।
স্পিনার জোমেল ওয়ারিক্যানকে বাদ দিয়ে পেসার অ্যান্ডারসন ফিলিপকে নিয়ে পাঁচ পেসারের বোলিং আক্রমণ সাজায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেট ভাগাভাগি করে নেন তারা সবাই। চার উইকেট নিয়ে সফলতম বোলার আলজারি জোসেফ।
বারবাডোজ টেস্টের মতো অতটা না হলেও গ্রেনাডার উইকেটেও পেসারদের জন্য ছিল সহায়তা। বাউন্সও ছিল কিছুটা অসমান। তবে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন উসমান খাওয়াজা ও স্যাম কনস্টাস। ১০ ওভারে ৪৭ রান তোলেন দুজন। এরপরই টানা তিনটি জোর ধাক্কা।
খাওয়াজাকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন আলজারি জোসেফ। ১৬ রানের পথেই অবশ্য টেস্ট ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করেন তিনি। পরের ওভারে কনস্টাসকে (২৫) বিদায় করেন ফিলিপ। পরের ওভারেই আঙুলের চোট কাটিয়ে ফেরা স্টিভেন স্মিথকে ৩ রানে ফেরান আলজারি।
৩ রানে অস্ট্রেলিয়া হারায় ৩ উইকেট।
৪৩ রানের জুটির পর লাঞ্চের আগে জেডেন সিলসের শিকার হয়ে ফেরেন ক্যামেরন গ্রিন (২৬)। পরে শামার জোসেফ যখন ফেরালেন ২৯ রান করা ট্রাভিস হেডকে, ১১২ রানে ৫ উইকেট হারিয়ে তখন কাঁপছে অস্ট্রেলিয়া।
সেখান থেকেই ওয়েবস্টার ও কেয়ারির জুটি। ওয়েবস্টার খেলেছেন সোজা ব্যাটে, তার ডিফেন্স ছিল দারুণ। কেয়ারি যথারীতি পাল্টা আক্রমণ করেছেন। দুই দফায় রান আউট হতে পারতেন তিনি, একবার বেঁচে গেছেন ক্যাচ দিয়ে। পরে ফিফটি করেন ৬৮ বলে।
১১২ রানের জুটি থামে কেয়ারির বিদায়ে। তাকে থামান অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। ওয়েবস্টার তবু লড়াই করে দলকে তিনশর দিকে এগিয়ে নেন। কিন্তু ৬০ রানে রান আউট হয়ে যান তিনি। লোয়ার অর্ডারদের বেশি দূর এগোতে দেননি ক্যারিবিয়ান পেসাররা।
পরে আলোকস্বল্পতায় ক্যারিবিয়ান ইনিংস আর শুরু হতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৬.৫ ওভারে ২৮৬ (কনস্টাস ২৫, খাওয়াজা ১৬, গ্রিন ২৬, স্মিথ ৩, হেড ২৯, ওয়েবস্টার ৬০, কেয়ারি ৬৩, কামিন্স ১৭, স্টার্ক ৬, লায়ন ১১, হেইজেলউড ১০*; সিলস ১৪-৩-৪৫-২, শামার ১৫-২-৬৩-১, আলজারি ১৫.৫-৩-৬১-৪, ফিলিপ ১২-১-৪৬-১, গ্রেভস ৬-০-৩৫-১, চেইস ৪-১-১৯-০)।