Published : 26 Jan 2025, 10:39 AM
চোট-জর্জর দল নিয়ে ভুগতে থাকা অধিনায়ক আরিফুল হক গত ম্যাচ শেষে অসহায় কণ্ঠে বলেছিলেন, ‘একাদশ দাঁড় করানোই কঠিন… ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে।’ সিলেট স্ট্রাইকার্সের সেই সঙ্কট এবার বেড়ে গেল আরও। চোটের কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন রিস টপলি।
চোটাক্রান্ত ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার শনিবার রাতে ফিরে গেছেন দেশে। সামাজিক মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স জানায়, টপলির ডান হাঁটুতে ‘হাইপারএক্সটেনশন ইনজুরি’ হয়েছে। এছাড়া হ্যামস্ট্রিংয়েও সমস্যা অনুভব করছেন ৩০ বছর বয়সী পেসার, ব্যথা আছে কুঁচকিতেও।
চোট-সমস্যা অবশ্য টপলির জন্য নতুন কিছু নয়। একের পর এক চোটের কারণেই মূলত আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ড দলে নিয়মিত হতে পারেননি তিনি।
ইংল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলা পেসার এবারই প্রথম এসেছিলেন বিপিএল খেলতে। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরতে পারছেন না। পূরণ করতে পারেননি দলের প্রত্যাশা। সাত ম্যাচ খেলে তার প্রাপ্তি স্রেফ চারটি উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৭৫!
তবু সিলেট স্ট্রাইকার্সের যে অবস্থা, টপলিকে হারিয়ে তাদের বিপদ বাড়ল আরেকটু। প্রাথমিক পর্বে এখনও তিনটি ম্যাচ বাকি আছে তাদের।
সিলেটের পেস আক্রমণের মূল অস্ত্র তানজিম হাসান চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি চট্টগ্রাম পর্বে। চোট আছে দলের আরও বেশ কয়েকজনের।