Published : 31 Oct 2022, 07:09 PM
স্রেফ একটি ম্যাচ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল হজরতউল্লাহ জাজাইয়ের। তলপেটে চোট ও কিডনির সমস্যায় অস্ট্রেলিয়া আসর থেকে ছিটকে পড়েছেন আফগানিস্তানের এই বিস্ফোরক ওপেনার।
জাজাইয়ের বদলি হিসেবে গুলবাদিন নাইবকে দলে যোগ করার অনুমতি দিয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও আইসিসির পক্ষ থেকে বৃহস্পতিবার নিশ্চিত করা হয় এই পরিবর্তনের কথা।
আসরে আফগানিস্তানের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন জাজাই। তবে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি তিনি। আউট হন স্রেফ ৭ রান করে।
পরে অনুশীলনে চোট পান সাইড মাসলে। যা তাকে ছিটকে দেয় নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ড ম্যাচ থেকে। ম্যাচ দুটির একটিও অবশ্য মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে।
শ্রীলঙ্কার বিপক্ষে আসছে ম্যাচে জাজাইকে পাওয়ার আশায় ছিল আফগানিস্তান। কিন্তু রোববার অনুশীলনের সময় নতুন সমস্যায় পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার কিডনিতে ব্যথা শুরু হয় বলে জানায় এসিবি।
দলের চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় তার ইন্টার-কোস্টাল পেশিতে চিড় ধরা পড়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
আফগানিস্তানের বিশ্বকাপ দলে সফরসঙ্গী হিসেবে ছিলেন নাইব। প্রায় এক বছর পর টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করার অপেক্ষায় তিনি। এই সংস্করণে সবশেষ মাঠে নেমেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে।
এখন পর্যন্ত ৫৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে নাইবের রান ১ ফিফটিতে ৫৬৪। বল হাতেও রাখতে পারেন তিনি ভূমিকা। ওভারপ্রতি ৮.১৭ রান দিয়ে তার শিকার ২০ উইকেট।
ব্রিজবেনে মঙ্গলবার লঙ্কানদের মুখোমুখি হবে মোহাম্মদ নবির দল। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে তারা।