Published : 27 Nov 2024, 11:23 PM
চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহদের গাড়ি বহরের একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া থানার চুনতি হাজী রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফেরার পথে তাদের গাড়ি বহরের সামনে থাকা একটি প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেউ হতাহত হয়নি।”
ঘটনার পর ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়। পরে সমন্বয়করা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন বলে ওসি জানান।
এদিকে দুই সমন্বয়কের গাড়িবহরে 'ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার' অভিযোগ তুলে এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
রাত ১১টার দিকে উভয় সংগঠন পৃথক বিক্ষোভ মিছিল বের করে। পরে দুই সংগঠনের মিছিল টিএসসিতে এক হয়ে যায়। সেখান থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এর আগে দুর্ঘটনার বিষয়ে লোহাগাড়ার স্থানীয় সাংবাদিকরা বলেন, কেন্দ্রীয় সমন্বয়কদের গড়িবহরে দুটি প্রাইভেটকার, একটি জিপ ও বেশ কিছু মোটরসাইকেল ছিল। লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে তারা ফিরছিলেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে মঙ্গলবার কারাগারে নেওয়ার সময় সনাতনী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়।
এরপর চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বুধবারও দিনভর দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক হাসনাত আব্দুল্লাহ এবং আরেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম নিহত আইনজীবী সাইফুলের জানাযায় অংশ নিতে চট্টগ্রামে আসেন।
পরে তারা আলিফের গ্রামে বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ফারেঙ্গা গ্রামে যান। সেখান থেকেই তারা ফিরছিলেন।
আরও পড়ুন-