Published : 08 Jul 2024, 08:43 PM
শুধু চট্টগ্রাম নগরী নয়, পুরো জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করার বিষয়টি বিবেচনায় নিয়ে মেট্রোরেলের পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
সোমবার কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) একটি বিশেষ দল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
কোইকার ৬০ লাখ ডলার অনুদানের অর্থে ‘ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রো রেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সিডিএ চেয়ারম্যান ইউনুছ বলেন, “আমাদের চট্টগ্রামকে পরিকল্পিতভাবে বসবাসযোগ্য করার লক্ষ্যে আগামী ৫০ থেকে ১০০ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।
“তাই মেট্রোরেল প্রকল্প নিয়ে শুধুমাত্র বর্তমান শহরকে নিয়ে ভাবলে হবে না, বৃহত্তর চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রাম ও উত্তর চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজতর করার বিষয়টি মাথায় রাখতে হবে।”
তিনি বলেন, “মেট্রোরেলের পাশাপাশি সার্কুলার ট্রেনের বিষয়েও গুরুত্ব আরোপ করতে হবে। মেট্রোরেল প্রকল্প যদি আন্ডারগ্রাউন্ড হয়, তবে পরিবেশগত দিক যেমন বন্যা, জলোচ্ছ্বাস ও পাহাড়ি ঢল হলে কীভাবে মিটিগেট করা হবে তা যেন পরিকল্পনায় থাকে।”
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিডিএ পুরো নগরী নিয়ে মাস্টারপ্ল্যান করছে। কোইকা মেট্রোরেলের সম্ভাব্যতা সমীক্ষার কাজ করছে। তারা আমাদের সাথে সমন্বয় করে কাজ করতে চায়। আমরা সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি।”
চলমান মাস্টারপ্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক এবং উপ-প্রধান শহর পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু ঈসা আনছারী ও নগর পরিকল্পনাবিদ জহির আহম্মেদ, কোইকার পক্ষে এমআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ কামরুল হাসান, ইয়োসিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ইলহো চুং, জুনহেং জো ও সাঙ্গায়ো লি এসময় উপস্থিত ছিলেন।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা সোমবার দুপুরে সিডিএ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় জাইকা ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রাম শহরে বিভিন্ন স্থানে বায়ু দূষণ নিয়ে একটি প্রেজেন্টেশন ও টপোগ্রাফি সার্ভে প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এছাড়া জাইকা চট্টগ্রাম শহরের বায়ু দূষণ পরিমাপের জন্য বায়ু দূষণ পরিমাপ যন্ত্র স্থাপনের আগ্রহ প্রকাশ করে।
সিডিএ চেয়ারম্যান বলেন, “জাইকা নগরীতে বায়ু দূষণ পরিমাপ যন্ত্র স্থাপন করতে চায়। আমরা অবশ্যই তাদের সাথে কাজ করব। নগরীর দূষণ নিয়ন্ত্রণে এ প্রকল্প সহায়ক হবে।”
সিডিএ সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী এএএম হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মঞ্জুর হাসান, জাইকার শিনজি থানাকা এবং পরিবেশ অধিদপ্তরের নাসিম ফারহানা শিরিন এ সময় উপস্থিত ছিলেন।