Published : 23 May 2025, 10:22 AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাহিদ নিরবের সংগীতায়োজনে চারটি গান নিয়ে একটি অ্যালবাম আসছে।
অ্যালবামের নাম দেওয়া হয়েছে ‘দ্য নজরুল টেপস-রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
‘মোর ঘুমঘোরে’ শিরোনামের গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা, ‘আমার আপনার চেয়ে’ গেয়েছেন মাশা ইসলাম, শামীম হাসান গেয়ছেন ‘উচাটন মন’, জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’ গানটিতে।
অ্যালবামে নজরুলের এই গানগুলোকে ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে।
নিরব গ্লিটজকে জানিয়েছেন, শনিবার রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। পাশাপাশি সেখানে সরাসরি গানগুলো শুনাবেন শিল্পীরা। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তারা।
অনুষ্ঠানের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
অ্যালবাম নিয়ে নিরব বলেন, "কাজী নজরুল ইসলামের জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। সেই দর্শন থেকে চারটি গান নিয়ে এই প্রজেক্ট করেছি। গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে।"
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী রোববার। এ উপলক্ষে দেশব্যাপী রয়েছে নানা সাংস্কৃতিক আয়োজন।